Wait Counter

স্ট্রবেরি কুলফি তৈরী রেসিপি

strowbery kulfi making

 

স্ট্রবেরি কুলফি তৈরী রেসিপিঃ


উপকরণঃ

  • গুড়া দুধ ২ কাপ
  • পানি ১ কাপ
  • কনডেন্সড মিল্ক ২০০ গ্রাম(আধা টিন)
  • কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • স্ট্রবেরি কুচি ২ টেবিল চামচ
  • স্ট্রবেরি এসেন্স ১/২ চা চামচ


প্রস্তুত প্রনালীঃ

  • দুধ, কনডেন্সড মিল্ক, কর্ণফ্লাওয়ার, সিরাপ ও পানি মিশেয়ে চুলায় জ্বাল দিয়ে নিতে হবে।
  • ঠান্ডা হলে বাকি উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে কুলফির ছাঁচে ঢেলে ফ্রিজে৩-৪ ঘন্টা জমিয়ে নিতে হবে।
  • ব্যাস তাহলে তৈরী হয়ে যাবে স্ট্রবেরি কুলফি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url