Wait Counter

পাটিসাপটা পিঠা তৈরীর রেসিপি

Patishapta pitha making

 

পাটিসাপটা পিঠা তৈরীর রেসিপিঃ


উপকরণঃ

  • ময়দা ১.১/২ (দেড়) কাপ নিতে হবে
  • চালের গুড়া ১/২ কাপ
  • ডিম ১ পিচ
  • চিনি ৩/৪ কাপ
  • কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ
  • পানি ২ কাপ
  • লবন সামান্য বা পরিমান মতো


প্রস্তুত প্রনালীঃ

  • প্রথমে ডিম ফেটিয়ে নিতে হবে।
  • তাতে চিনি, লবণ ও পানি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
  • বাকি উপকরণ গুলো এর সাথে মিশিয়ে কিছুক্ষন ঢেকে রাখতে হবে।
  • ফ্রাইপ্যান গরম করে সিকি কাপ বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জ্বালে পিঠা বানিয়ে নিন।
  • পিঠা ফ্রাইপ্যানের গা থেকে উঠে এলে চুলা থেকে নামিয়ে পুর ভরে ভাঁজ করে নিতে হবে।


পুরের উপকরণঃ

  • দুধ ১ লিটার,
  • গুড়া দুধ ১ কাপ
  • চিনি ১/২ কাপ
  • এলাচির গুড়া সিকি চা চামচ।


পুর প্রস্তুত প্রনালীঃ

  • দুধ, চিনি জ্বাল দিয়ে ঘন হয়ে এলে তাতে গুড়া দুধ, এলাচির গুড়া দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে হালুয়ার মতো করে নামিয়ে নিলেই পুর তৈরী হয়ে যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url