Wait Counter

ছোলা এবং আলুর চাট তৈরীর রেসিপি

sola alur chat


ছোলা এবং আলুর চাট তৈরীর রেসিপিঃ


উপকরণঃ

  • ছোল সেদ্ধ ১ কাপ ( লবন ও আদা দিয়ে)
  • গোটা আলু সেদ্ধ ১ কাপ
  • ডাল বড়া ৭-৮টি
  • তেঁতুলের মাড় ২ টেবিল চামচ
  • পাঁচ ফোড়ন গুড়া ১ চা চামচ
  • গুড় ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
  • টেমেটো কুচি ১ টেবিল চামচ
  • শসা কুচি ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
  • পুদিনা পাতা ৮-১০টি
  • আদা কুচি ১ চা চামচ
  • ভাজা জিরা ১/২ চা চামচ
  • ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
  • লবন স্বাদ মতো
  • তেল প্রয়োজন মতো


প্রস্তুত প্রনালীঃ

  • সেদ্ধ আলু কিউব করে কেটে পরিমান মতো লবন দিয়ে তেলে ভেজে নিতে হবে।
  • বড় পাত্রে আলু ভাজা আধা ভাঙা করে নিতে হবে।
  • ডালের বড়া আধা ভাঙা করে নিতে হবে।
  • গুড় দিয়ে তেঁতুলের মাড় জ্বাল দিয়ে নিতে হবে।
  • তারপর সেদ্ধ ছোলা এবং উপরের সব উপকরণ এক সাথে মাখিয়ে পরিবেশন করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url